Main Menu

দিশারী সমাজ কল্যাণ সংসদের বারসিক বনভোজন ও আলোচনা সভা অনুস্ঠিত

+100%-

বিজয়নগর প্রতিনিধি।ইসলামপুর দিশারী সমাজ কল্যাণ সংসদের বারসিক বনভোজন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুস্টান অনুস্ঠিত হয়েছে।  শুক্রবার সকালে ব্রাক্ষনবাড়িয়ার গোপিনাথপুর কাজী মোহাম্মদ শফিকুল ইসলামের বাগান বাড়িতে বনভোজন শুরু হয়।দুপুরে খাবারের পর র্যাফেল ড্র, আলোচনা সভা ও পুরস্কার বিতরন অনুস্টিত হয়।

আলোচনা সভায় দিশারীর সভাপতি হাফেজ কাজী নুরুদ্দীনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সাধারন সম্পাদক মো,শফিকুল ইসলাম।এতে কাজী মনোয়ারের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা দুপ্রকের সভাপতি অধ্যক্ষ হাফেজ মোহাম্মদ শফিকুর রহমান, ইসলামপুর স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী কাজী খানম,উপাধ্যক্ষ মোহাম্মদ জহির উদ্দিন, সাবেক সভাপতি জসিম খান,প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো,জিয়াদুল হক বাবু,সহসভাপতি সামছুল ইসলাম লিটন, কাজী হানিফ, সোহেল মইশান, আনিছ মিয়া প্রমুখ। বিকালে সাংস্কৃতিক অনুস্টান অনুস্ঠিত হয়।






0
0Shares