Main Menu

২০২০ সালেই আশুগঞ্জ অাভ্যন্তরিন কন্টেইনার টার্মিনালের কাজ সম্পন্ন হবে

+100%-

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নদী বন্দরে অাভ্যন্তরিন কন্টেইনার টার্মিনাল (আইসিটি) স্থাপনের সকল কাজ ২০২০ সালের মধ্যেই সম্পন্ন হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে নৌপথে পণ্যবাহী কন্টেইনার পরিবহনে নতুন দিগন্তের সূচনা হবে। এতে আর্থিক ও বাণিজ্যিকভাবে বাংলাদেশ লাভবান হবে বলে জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রনালয়ের সচিব মো. আবদুস সামাদ।
শনিবার দুপুরে প্রস্তাবিত ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নদী বন্দরে অাভ্যন্তরিন কন্টেইনার টার্মিনাল এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের এই কথা বলেন।
প্রকল্পের অর্থছাড়ের বিষয়ে সচিব আরো বলেন, আশুগঞ্জ কন্টেইনার নদীবন্দর স্থাপনে ভূমি অধিগ্রহনের জন্য ৭’শ ৭৮ কোটি টাকা জেলা প্রশাসকের কাছে হস্থান্তর করা হয়েছে। অচিরেই জেলা প্রশাসক যথাযথ ব্যবস্থা গ্রহনের মাধ্যমে এই টাকা সংশ্লিষ্ট ভ’মি মালিকদের কাছে হস্থান্তর করবেন।

আশুগঞ্জ কন্টেইনার নদী বন্দরের প্রস্তাবিত এলাকা পরিদর্শনের সময় আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু আসিফ আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী বাইন হীরা, চরচারতলা ইউনিয়নের চেয়ারম্যান মো. জিয়াউদ্দিন খন্দকার উপস্থিত ছিলেন।