Main Menu

পুলিশ বাহীনির কিছু কর্মকতার বিরুদ্ধে যে অভিযোগ উঠছে তা বিচ্ছিন্ন ঘটনা —স্বরাষ্ট্র সচিব ড. মোজাম্মেল হক খান

+100%-

12715920_1674536599471024_6577095662189233190_o

স্বরাষ্ট্র সচিব ড. মোজাম্মেল হক খান বলেছেন, সম্প্রতিকালে পুলিশ বাহীনির কিছু কর্মকতার বিরুদ্ধে যে অভিযোগ উঠছে তা বিচ্ছিন্ন ঘটনা এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। আগামীদিনে পুলিশের কেউ অপরাধ করে যদি প্রমানিত হয় তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে। তিনি আরো বলেন, সীমান্ত হত্যা বিগত দিনের ঘটনায় অনেকাংশে কমে গেছে। এ বিষয়ে দু-দেশের সচিব পর্যায়ে বৈঠকে কথা হয়েছে। আশাকরি আগামীদিনে এ সংখ্যা আরো কমে যাবে। এ ছাড়া তিনি আরো বলেন, পুলিশ বাহীনিতে বতর্মান সরকার প্রথমে ৩৫ হাজার এবং পরে নতুন করে আরো ১৫হাজার নিয়োগ দিয়েছে। চলতি বছরের মধ্যেই আরো ৩৫ হাজার নিয়োগ দেয়া হবে। এ নিয়োগ পক্রিয়া শেষ হলে পুলিশ বাহীনির সদস্য সংখ্যা হবে ১লক্ষ ৭০ হাজার।
তিনি আজ বুধবার বিকেলে ভারতের আগরতলা থেকে ঢাকায় যাওয়ার পথে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে হোটেল উজান ভাটিতে জেলা পুলিশ কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের সাথে আলাপ কালে এ কথা বলেন। এ সময় ব্রাহ্মণবাড়িয়া সরাইল বিজিবি ১২ ব্যাটেলিয়ানের অধিনায়ক লেঃ কর্নেল নজরুল ইসলাম, ব্রাহ্মনবাড়িয়া পুলিশ সুপার মিজানুর রহমান পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার এম এ মাসুদসহ জেলা পুলিশের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

s://www.youtube.com/watch?v=L88A-QCFDAo






Shares