আশুগঞ্জে র্যাবের অভিযানে অস্ত্র ও গুলিসহ আটক ১
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অস্ত্র ও গুলিসহ সামিউল (২০) নামে এক যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। রোববার রাত পৌনে ১১টার দিকে আশুগঞ্জ উপজেলার স্টেশন রোড এলাকায় র্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে তাকে আটক করে।
আটক সামিউল উপজেলা সদরের শরীয়তনগর এলাকার মো. অলফত আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে অস্ত্র ব্যবসার সঙ্গে যুক্ত বলে জানিয়েছে র্যাব।
র্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের কমান্ডার মেজর শেখ নাজমুল আরেফিন পরাগ আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, সামিউল একজন অস্ত্র ব্যবসায়ী। আমরা দুই মাস ধরে তাকে পর্যবেক্ষণ করছিলাম। রোববার রাতে অস্ত্রের ক্রেতা সেজে র্যাবের একটি দল আশুগঞ্জ উপজেলার স্টেশন রোড এলাকা থেকে একটি বিদেশি রিভালবার ও পাঁচ রাউন্ড গুলিসহ সামিউলকে আটক করে। এ ঘটনায় আটক সামিউলের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।