আগামী ডিসেম্বরের মধ্যে সারা দেশকে শতভাগ বিদ্যুতের আওতায় আনা হবে-আশুগঞ্জে বিদ্যুৎ ও জ্বালানী সচিব
বিদ্যুৎ ও জ্বালানী সচিব ড. সুলতান আহমদ বলেছেন, দেশে ইতিমধ্যে ৯৬ভাগ মানুষের কাছে বিদ্যুৎ পৌছে দেয়া সম্ভব হয়েছে। বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে আগামী ডিসেম্বরের মধ্যে সারা দেশকে শতভাগ বিদ্যুতের আওতায় আনা হবে। দেশের চাহিদা অনুযায়ী পুরো বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হচ্ছে। তিনি শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সরকারী, বেসরকারী বিভিন্ন বিদ্যুৎ ইউনিট পরির্দশন শেষে একথা বলেন।
এ সময় আশুগঞ্জ পাওয়ার স্টেশন লিঃ এর চেয়ারম্যান খালেদ মাহমুদ, ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ এম এম সাজ্জাদুর রহমান, নির্বাহী পরিচালক (কারিগরি) একেএম ইয়াকুব, নির্বাহী পরিচালক (পকিল্পনা ও প্রকল্প ) ক্ষিতিশ চন্দ্র বিশ্বাস, আশুগঞ্জ ইউনাইটেড পাওয়ার প্লান্টের পরিচালক খন্দকার জায়েদ হাসানসহ বিদ্যুৎ কেন্দ্রের উধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
« বিজয়নগরে গাড়ি চাপায় শিশু নিহত (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী বই মেলার উদ্বোধন »