কমিটি বাতিলের দাবিতে আশুগঞ্জে বিএনপির মিছিল-সমাবেশ অনুষ্ঠিত। মহাসড়ক অবরোধ-অবস্থান কর্মসুচি ঘোষনা
শামীম উন বাছির ::ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা বিএনপির নব-গঠিত কমিটি বাতিলের দাবিতে বৃহস্পতিবার সকালে আশুগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা বিএনপির পদবঞ্চিত নেতা-কর্মীরা।
সকালে দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির বিলুপ্ত কমিটির সভাপতি হাজী মোঃ জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, সহ-সভাপতি হাজী মোঃ সাদেকুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোঃ শাহজাহান সিরাজ, সহ-সভাপতি মোঃ মিজান খাঁ, কবির সিকদার, উপজেলা যুবদলের সদস্য সচিব মহিউদ্দিন খা শ্যামল ও উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শুভ চৌধুরী প্রমুখ।
প্রতিবাদ সমাবেশ শেষে দলীয় কার্যালয়ের সামনে থেকে এক বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
মিছিল শেষে সংক্ষিপ্ত সভায় বক্তারা আগামী রবিবারের মধ্যে সদ্য ঘোষিত কমিটি বাতিল করে পুরাতন কমিটি বহাল করার দাবি জানান। নতুবা আগামী সোমবার ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ ও ২২ ডিসেম্বর সকালে মহাসড়কে অবস্থান এবং জেলা সম্মেলনে যাওয়ার পথে কেন্দ্রীয় নেতাদেরকে পথরোধ করার কর্মসূচী ঘোষনা করেন।
উল্লেখ্য, গত রবিবার রাতে জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক এ.বি.এম. মোমিনুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু আসিফ আহমেদকে সভাপতি, মোঃ নাসির মিয়াকে সাধারণ সম্পাদক, সাদেকুল ইসলামকে সিনিয়র সহ-সভাপতি, মোঃ জাকির হোসেনকে ২নং সহ সভাপতি, মোঃ শাহজাহানকে যুগ্ম সম্পাদক-১, খলিলুর রহমানকে সাংগঠনিক সম্পাদক করে আশুগঞ্জ উপজেলা বিএনপির ৬ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করেন।
গত মঙ্গলবার ঘোষিত কমিটির সিনিয়র সহ-সভাপতি সাদেকুল ইসলাম, ২নং সহ-সভাপতি মোঃ জাকির হোসেন ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান তাদের দলীয় পদ থেকে পদত্যাগ করেন।