Main Menu

আশুগঞ্জে চলতি আমন মৌসুমের ধান-চাউল সংগ্রহ অভিযান শুরু

+100%-

শামীম উন বাছির ::সোমবার ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে চলতি আমন মৌসুমের ধান-চাউল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। দুপুরে আশুগঞ্জ খাদ্য গুদাম চত্বরে আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ ধান চাউল সংগ্রহ অভিযান উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আবদুছ ছালাম, জেলা চাউল কল মালিক সমিতির সভাপতি জিয়াউল করিম খান সাজু, সাধারন সম্পাদক মনিরুল ইসলাম ভূইয়া, আশুগঞ্জ খাদ্য গুদামের ভারপ্রার্প্ত কর্মকর্তা গিয়াস উদ্দিন পাটোয়ারী ও চাতালকল ব্যবসায়ী ওবাইদুল্লাহ মিয়া। চলতি আমন মৌসূমে আশুগঞ্জ উপজেলায় ৬ হাজার ৬ মেট্রিক টন চাউল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। সংগ্রহের প্রথম দিনে প্রায় দেড়’শ মেটিক টন চাউল সংগ্রহ হয়েছে। চলতি মৌসূমে সরকার প্রতি কেজি চাউল ৩২ টাকা দর নির্ধারণ করেছে। চাউল সংগ্রহ চলবে আগামী ২০১৫ সালের ২৮ ফেব্র“য়ারী পর্যন্ত। আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ বলেন, অতি মুনাফার লোভে যেন কেউ নিম্নমানের চাউল না দেয়। কোন চাতাল মালিক যদি নিম্নমানের চাউল দেয় এবং ধরা পড়ে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।
উল্লেখ্য, বৃহত্তর হাওরঅঞ্চল কিশোরগঞ্জ, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহসহ দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিদিন হাজার হাজার মন ধান আশুগঞ্জ মোকামে আসে। আর এসব ধান স্থানীয় ৪ শতাধিক রাইছ মিলে প্রক্রিয়াজাত করে চাউলে রূপান্তর করে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর ও ফেনীসহ দেশের বিভিন্ন স্থানে সড়ক ও নৌ পথে সরবরাহ করে এসব এলাকার চাউলের চাহিদা পুরণ করে। তাই সরকারের ধান-চাউল ক্রয়ের চাহিদার বড় একটি অংশ আশুগঞ্জ থেকে বরাদ্ধ দিয়ে ক্রয় করে থাকে।






Shares