আশুগঞ্জে খেলা নিয়ে দু‘দলের সংঘর্ষে পুলিশসহ আহত অর্ধশত ॥ ঘর-বাড়ী ভাংচুর
প্রতিনিধি ॥ আশুগঞ্জ উপজেলার চরচারতলা গ্রামে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সোমবার দু‘দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে থানার এক সহকারী দারোগাসহ উভয় পরে অর্ধশত লোক আহত হয়েছে। আহতদেরকে স্থানীয় বিভিন্ন কিনিক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে গুরত্বর আহত ১০ জনের অবস্থা আশংকাজনক।এ সময় সংঘর্ষে ৮/১০টি বসত ঘর ভাংচূর করে। পুলিশ ও এলাকাবাসী জানান, রোববার বিকালে সার কারখানার মাঠে ক্রিকেট খেলা নিয়ে কেচকি বাড়ীর শামীমের সাথে খাঁ বাড়ীর শরীফের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এই বিষয়টি নিস্পত্তির জন্য সোমবার সকালে এই দুই বাড়ীর লোকজনদের মধ্যে সালিশ বৈঠক চলছিল। সালিশ বৈঠকে দু‘পক্ষের লোকজনদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে দেশীয় অস্ত্রস্বস্ত্র নিয়ে শতাধিক লোক সংঘর্ষে নেমে পড়ে। খবর পেয়ে আশুগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে স্থানীয় লোকজনদের সহায়তায় দুপুর ১টায় পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। সোমবার সকাল ১০টা থেকে প্রায় ৩ ঘন্টাব্যাপি সংঘর্ষে আশুগঞ্জ থানার সহকারি দারোগা সাজেদুলসহ উভয় পরে অর্ধ শতাধিক লোক আহত হয়।এ সময় খাঁ বাড়ীর লোকজন কেচকি বাড়ীর ৮/১০টি বাড়ী ভাংচূর করে। |