পাথর নিয়ে আশুগঞ্জে ভারতীয় জাহাজ
এমভি গড়াই ডব্লিউভি নামের পাথরবাহী ভারতীয় জাহাজ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌবন্দরে নোঙ্গর করেছে। জাহাজটিতে থাকা এক হাজার ১১৭ মেট্রিক টন পাথর ত্রিপুরার আগরতলায় পৌঁছানো হবে। কলকাতার হলদিয়া বন্দর থেকে ভারতীয় পাথর লোড করে ২৮ জুলাই দুপুরে জাহাজটি যাত্রা শুরু করে। ১৫ দিন চলার পর রোববার রাত ৯টায় গন্তব্যে পৌঁছে।
আনুষ্ঠানিকতা শেষে মঙ্গল অথবা বুধবার সকাল থেকে শুরু হবে পাথর খালাস। এখান থেকে ট্রাকে লোড করে তা আখাউড়া হয়ে আগরতলায় পৌঁছবে। আশুগঞ্জ বন্দরের পরিদর্শক মো. শাহআলম জানান ভারত থেকে আসা এক হাজার ১১৭ মেট্রিক টন পাথর থেকে স্কট চার্জ প্রতিটনে ৫০ টাকা, এলএসসি ৩৪ টাকা ৫০ পয়সা, বন্দরে অবস্থানকালে প্রতিদিন বার্থিং চার্জ ৪০০ টাকা এবং প্রতিটনে ১৯২ টাকা ২২ পয়সা শুল্ক পাবে বাংলাদেশ।
« ঘাটুরায় অটোরিক্সা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে এক যাত্রীর মৃত্যু (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) জাতীয় শোক দিবস আজ »