নাবিল-উজ-জামান গালিব জেএসসিতে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে
ব্রাহ্মনবাড়িয়ার আশুগঞ্জের বিশষ্ট সাংবাদিক ও আশুগঞ্জ প্রেস ক্লাবের তিনবারের সাবেক সফল সভাপতি মো.আক্তারুজ্জামান রঞ্জনের বড় ছেলে নাবিল-উজ-জামান গালিব আশুগঞ্জ তাপবিদ্যুত কেন্দ্র উচ্চবিদ্যালয় থেকে চলতি বছর জেএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে জেএসসিতে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে।
তার বাবা মো.আক্তারুজ্জামান রঞ্জন ও মা মিসেস রত্না বেগম,বড় চাচা,ছোট চাচা,ফুফু,ফুফা,বড় মামা,মেঝো মামা,ছোট মামা,খালা নাবিল-উজ-জামান গালিব গোল্ডন জিপিএ-৫ পাওয়ায় মহান আল্লাহ-তাআলার নিকট শুকরিয়া আদায় করেন এবং নাবিলের জন্য সকলের নিকট দোয়া কামনা করেন।
নাবিল বলেন,ভাল ফলাফলের জন্য নিয়মিত পড়াশুনা এবং প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ করার কোন বিকল্প নেই। তার ভাল ফলাফলের জন্য বিদ্যালয়ের শিক্ষক, মা এবং বাবার সম্মিলিত চেষ্টা কারণেই সম্ভব হয়েছে।এজন্য সে শিক্ষকের নিকট কৃতজ্ঞ।ভবিষ্যতে আরো ভাল ফলাফল অর্জন করতে পারে সেজন্য সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।
নাবিল জানায়,সে বড় হয়ে লেখাপড়া শেষ করে একজন সত্যিকারের মানুষ হিসাবে গড়ে উঠে আর্তমানবতার সেবায় নিজেকে নিয়োগ করতে চায়।
উল্লেখ্য,নাবিল-উজ-জামান গালিব পঞ্চম শ্রনীতেও গোল্ডেন জিপিএ-৫ পেয়ে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিল।