Main Menu

নাওঘাট গ্রামে জাতীয় শোক দিবস পালন।

+100%-
নিজস্ব প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া ।।  আশুগঞ্জ উপজেলার আশুগঞ্জ সদর ইউনিয়নের অন্তগত (৮ ও ৯ নং ওয়ার্ড) নাওঘাট গ্রাম আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে । নাওঘাট মধ্যপাড়া জামে মসজিদ প্রঙ্গনে অনুষ্ঠিত শোক সভায় প্রবীন আওয়ামী লীগ নেতা হাজী মোঃ সাদেক মেম্বারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারন সম্পাদক, ব্রাহ্মণবাড়িয়া-০২ (সরাইল-আশুগঞ্জ)-এর মাটি ও মানুষের নেতা জননেতা আলহাজ্ব মোঃ মঈনউদ্দিন মঈন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন-আহবায়ক, আশুগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সালাউদ্দিন ।
অনন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা হারুন অর রশীদ, আব্দুল হালিম দারু মিয়া, মোঃ আসাদ মিয়া, মোঃ সুরুজ মেম্বার, মোঃ সানাউল্লাহ মেম্বার, মোঃ মানিক মিয়া, হুমায়ূন কবীর, আবুল বাসার, আব্দুস সাত্তার, রেজাউল হক বাদল, মহীউদ্দিন স্বপন, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের অন্যতম সংগঠক আশুগঞ্জ সদর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ তারিকুল ইসলাম সেলিম, উপজেলা ছাত্রলীগ নেতা মুন্সি আশরাফুল, আব্দুল আজিজ, রিফাত সিকদার, আহমেদ রাজু সহ প্রমুখ নেতৃবৃন্দ।

শোক সভায় প্রধান অতিথির বক্তব্যের পর ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকদের নির্মম গুলিতে নিহত বিশ্বখ্যাত রাজনীতিক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবর রহমান-সহ তাঁর পরিবারের সকল শহীদদের আত্মার চির শান্তি কামনা করে বিশেষ দোয়া পাঠ করেন নাওঘাট সরকারি প্রাইমারি স্কুল সংলগ্ন মসজিদের ইমাম হাফেজ মোখলেছুর রহমান। বিশেষ দোয়ার পরই কাঙ্গালি ভোজ বিতারণ করা হয়। এছাড়াও স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ,স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ নেতাকর্মী ও গন্যমান্য ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।






Shares