তৃনমূলকে আরো সু সংগঠিত করার লক্ষ্যে আশুগঞ্জে উপজেলা আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত॥
নিজস্ব প্রতিবেদক॥ তৃণমূলকে আরো সু সংগঠিত করার লক্ষ্যে ব্রাহ্মনবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার উপজেলা শহরের জামে মসজিদ চত্বরে অনুষ্ঠিত বিশেষ বর্ধিত সভায় উপজেলা আওয়ামীলীগের আহবায়ক হাজী মোঃ ছফিউল্লাহ মিয়ার সভাপতিত্বে ও যুগ্ম-আহবায়ক আবু নাছের আহমেদ এর পরিচালনায় প্রধান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম- সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি আলহাজ্ব মোঃ মঈন উদ্দিন মঈন।
দিন ব্যাপী বিশেষ বর্ধিত সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য জিয়াউল করিম খান সাজু, হাজী মোঃ মোবারক আলী চৌধুরী, হেবজুল বারী, হাজী মোঃ সাইদুর রহমান, শ্রী সুহাস দাস, গিয়াস উদ্দিন বাদল, মনির শিকদার, মিজানুর রহমান সিদ্দীকি, উপজেলা যুবলীগের আহবায়ক জিয়া উদ্দিন খন্দকার, আড়াইসিধা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সেলিম মিয়া, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেলিম জাহাঙ্গীর, দূর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাদেক মিয়া, তালশহর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হারুন-অর-রশিদ, চর চারতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আয়ূব খাঁন, শরীফপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শরীফুল ইসলাম, লালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোর্শেদ মাষ্টার, তারুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস হাসান, বন্দর আওয়ামী লীগের সভাপতি বাবুল আহমেদ, চর চারতলা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম, খাইরুল সরকার, সদর ইউনিয়ন ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাদল মেম্বার, শরীফপুর ইউনিয়ন ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা ফজলুল হক, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মানিক মিয়া, যুবলীগ নেতা ইলিয়াস আলী, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রেহানা মকবুল, সাধারণ সম্পাদক জৌসনা চৌধুরী, যুব মহিলা লীগের সভাপতি নীলা সিদ্দিকী, উপজেলা ছাত্রলীগের সভাপতি মারুফ রনি প্রমুখ।
সভায় এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য আবু রিজবী, শাহিন শিকদার, দূর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসাইন, চর চারতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবীর সরকার, তালশহর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক রকিবুল হাফেজ রাসেল, শরীফপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহিউদ্দিন, আড়াইসিধা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মকবুল হোসেন, লালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান, উপজেলা কৃষকলীগের সভাপতি নজরুল ইসলাম বকুল, সাধারন সম্পাদক শাহআলম, যুবলীগ নেতা ইলিয়াস আলী, আতাউর রহমান কবীর, লিটন, ছাত্রলীগ নেতা এখলাস শিকদার বাবু, আজিজ, তানভীর, ফাইজুর রহমান বকশি, সহ বর্ধিত সভায় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় উপজেলা আওয়ামীলীগের আহবায়ক হাজী মোঃ ছফিউল্লাহ মিয়া হজ্বব্রত পালনের জন্য সৌদী আরবে গমনের কারণে উপজেলা আওয়ামীলীগের ভারপ্রার্প্ত আহবায়কের দায়িত্ব দেয়া হয় উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-আহবায়ক আবু নাছের আহমেদকে। সভায় বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রতীকে আওয়ামীলীগের প্রার্থীকে মনোনয়ন দেয়া দাবি জানান। সভাটি সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য এস.এম তোফায়েল আলী রুবেল শিকদার ও মোশারফ হোসেন মুন্সী।