Main Menu

করোনার উপসর্গ নিয়ে যুব উন্নয়ন কর্মকর্তার মৃত্যু

+100%-

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আবু আবেদ মো. আইউবের (৫১) মৃত্যু হয়েছে।

সোমবার (১৮ মে) দুপুর দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার পৈতৃক নিবাস ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় হলেও তিনি পরিবারের সঙ্গে ঢাকার রামপুরায় থাকতেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে আশুগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রফিকুল ইসলাম মিজি বলেন, ১৬ মে সন্ধ্যায় জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন আবেদ। সোমবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। তবে তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা সেটি এখনও নিশ্চিত না। আগামীকাল মঙ্গলবার করোনাভাইরাস পরীক্ষার রিপোর্ট আসবে তার।

আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজিমুল হায়দার বলেন, মার্চ মাসে ছুটি নিয়ে তিনি ঢাকায় চলে যান। দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। সোমবার তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।






Shares