আশুগঞ্জ তাপ বিদ্যুত কেন্দ্রের দুই ইউনিটের উৎপাদন বন্ধ
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ তাপ বিদ্যুত কেন্দ্রে ৬৪ ও ১৫০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিটের উৎপাদন বন্ধ রয়েছে। এর ফলে জাতীয় গ্রীডে ২০০ মেগাওয়াট বিদ্যুত যোগ ব্যহত হচ্ছে। কর্তৃপক্ষ জানায়, ৬৪ মেগাওয়াট ক্ষমতার হাইড্রোজেন কুলারে লিকেজ দেখা দেয়ায় শুক্রবার সকাল ৮টায় বন্ধ হয়ে পড়ে ইউনিট-২ এর উৎপাদন। অন্যদিকে, রুটিন অনুযায়ী রক্ষণাবেক্ষণের জন্য ১৫০ মেগাওয়াটের ইউনিট -৩ এর উৎপাদন বন্ধ রাখা হয়েছে।
আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এম এম সাজ্জাদুর রহমান জানান, দ্রুততম সময়ে ইউনিটগুলোকে উৎপাদনে ফিরিয়ে আনতে কাজ করছে প্রকৌশলীরা। তবে ইউনিট ৩ উৎপাদনে আসতে ৪থেকে৫ দিন সময় লাগবে বলে জানান তিনি।
« ১৪ অক্টোবর মাদক বিরোধী র্যালী ও সমাবেশ (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) আখাউড়ায় বিদ্যুৎস্পর্শে বৃদ্ধের মৃত্যু, আহত ২ »