আশুগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে অসহায় এক পরিবারের বাড়িঘর ভাঙ্গচুর, পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ
আশুগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের শরীফপুর গ্রামে রবিবার দুপুর ১২টায় ১৪৪ ধারা ভঙ্গ করে রমজান নামে এক লোকের বসতঘরসহ দুটি ঘর ভাংচুর করেছে একই গ্রামের আব্বাস মিয়া নেতৃত্বে একদল সন্ত্রাসী।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার আব্বাস মিয়ার নেতৃত্বে ১০/১২ জনের একদল সন্ত্রাসী দুপুর ১২টায় ১৪৪ ধারা ভঙ্গ করে রমজানের বাড়িতে অতর্কিত হামলা করে। এসময় একটি বসতঘর ও একটি রান্নাঘর সম্পূর্ণ ভেঙ্গে ফেলে। এতে অন্তত তিনলক্ষ টাকা ক্ষতি হয়ছে বলে রমজান মিয়া দাবী করেন।
রমজান মিয়া বলেন,আমার বসতঘর ভেঙ্গে ফেলায় আমার পরিবার পরিজন ছেলেমেয়ে নিয়ে আতংকে আছি কখন আবার আমার উপর হামলা করে। আমি এব্যাপারে ব্রাহ্মনবাড়িয়ার পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করছি।
উল্লেখ্য, গত জুলাই মাসের ৪ তারিখে অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেটের ডক্টর মোহাম্মদ শাহানুর আলম এর বিজ্ঞ আদালত ১৪৪ ধারা জারি করে। গত ২৭ জুলাই আশুগঞ্জ থানার দারোগা আরিফুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থিতি অবস্থায় থাকার জন্য ১৪৪ ধারা কার্যকর করে।
এদিকে অভিযুক্ত আব্বাস মিয়ার সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়।