আশুগঞ্জে শতার্ধীক পল্লী চিকিৎসকের কর্মশালা অনুষ্ঠিত
আশুগঞ্জ প্রতিনিধি॥ আশুগঞ্জে শতাধীক পল্লী চিকিৎসকদের নিয়ে এন্টিবায়েটিক ঔষুধ ব্যবহারের উপর সচেতনা মূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে আশুগঞ্জ ডায়াগনস্টিক সেন্টারে ঔষধ কোম্পনী রেনেটা লিঃ ও আশুগঞ্জ ডায়াগনষ্টিক সেন্টারের যৌথ উদ্যোগে আয়োজিত কর্মশালায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন আশুগঞ্জ ডায়াগনষ্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ও ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ ফাইজুর রহমান ফয়েজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রেনেটা কোম্পানীর পশিক্ষক ডাঃ হিল্লোল, রেনেটা কোম্পানীর এরিয়া ম্যানেজার আব্দুল্লাহ আল মামুন, জেলা কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির সহ-সভাপতি মোবারক আলী চৌধুরী , আশুগঞ্জ কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির সভাপতি কে.এম, আহসান উল্লাহ জুয়েল, সাধারণ সম্পাদক বশির আহমেদসহ আশুগঞ্জ ডায়াগনস্টিক সেন্টারের কর্তব্যরত চিকিৎসক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।