আশুগঞ্জে মেয়াদ উর্ত্তীণ পন্য বিক্রির অপরাধে দুই প্রতিষ্ঠানকে জড়িমানা॥
নিজস্ব প্রতিবেদক॥ মেয়াদ উর্ত্তীণ পন্য বিক্রির অপরাধে আশুগঞ্জের প্রতিষ্ঠিত অভিজাত দুটি বিপনী বিতান ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জড়িমানা করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ভোক্তা অধিকার ও সংরক্ষণ আইনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্যাট মৌসুমী বাইন হিরা ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
উপজেলা শহরের শরিয়তনগরে অবস্থিত হাট বাজার ও সকাল সন্ধ্যা প্রতিষ্ঠানকে জড়িমানা করা হয়। এরমধ্যে সকাল সন্ধ্যা প্রতিষ্ঠানকে হিমায়িত গোল্ডেন হার্ভিস্ট কোম্পানীর চিকেন সস, আলু পুড়ি, ডাল পুড়ি, সবজ রোলের মোড়কে মেয়াদ উর্ত্তীণ থাকায় ২০হাজার টাকা জড়িমানা করা হয়েছে। এবং হাট বাজার প্রতিষ্ঠানকে পুষ্টি কোম্পানীর বিস্কিট ও স্কায়র কোম্পানী সরিষা তৈলের মোড়কে মেয়দ উর্ত্তীণ থাকায় ১৫হাজার টাকা জড়িমান করা হয়। উপজেলা নির্বার্হী কর্মকর্তা মৌসুমী বাইন হিরা জানান, দুটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে মেয়াদ উর্ত্তীণ পন্য পাওয়ায় জড়িমানা করা হয়। এবং তাদের সর্তক করে দেয় হয়। আগামীদিনে মেয়াদ উত্তীণ পন্য পাওয়া গেলে প্রতিষ্ঠান গুলো বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।