আশুগঞ্জে বিদ্রোহী-বিতর্কিত সবার নামের তালিকা ঢাকায়
তৃণমূলের ভোট হয়নি আশুগঞ্জে। নেতারা সিদ্ধান্ত নিয়েছেন তালিকা ভরে সবার নাম পাঠাবেন ঢাকায়। এতে অখুশি থাকছেন না কেউ। বিদ্রোহী-বিতর্কিত সবার নামই ঠাঁই পাচ্ছে তালিকায়।
গত মঙ্গলবার স্থানীয় শ্রমকল্যাণ কেন্দ্রে তৃণমূলের বৈঠক বসে। সেখানে তৃণমূল প্রতিনিধিদের ভোটের বদলে আলাপ আলোচনা করে তালিকা বানানোর সিদ্ধান্ত হয়। ইউনিয়নে ৩ থেকে ৫ জনের নাম কেন্দ্রে পাঠানো হচ্ছে বলে দলীয় সূত্র জানায়।
জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আল মামুন সরকার জানান- যে ইউনিয়ন থেকে যারা মনোনয়ন চেয়েছেন তাদের সবার নামই আমরা পাঠাচ্ছি। কোনো ইউনিয়নে ৫ জনের বেশি মনোনয়ন প্রার্থী নেই। সর্বসম্মত ভাবে এই তালিকা করা হয়েছে। ৩৬ জনের নাম পাঠানো হচ্ছে। বিদ্রোহীদের নাম আলাদা কলামে দেয়া হবে।
৫ম ধাপে আগামী ৫ই জানুয়ারি এই উপজেলার ৮ ইউনিয়নে ভোট। আশুগঞ্জ সদর ইউনিয়নে দলের মনোনয়ন প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো. সালাউদ্দিন, উপজেলা আওয়ামী লীগ নেতা তোফায়েল আলী সিকদার রুবেল, উপজেলা যুবলীগ নেতা মো. শফিকুল ইসলাম, চরচারতলা ইউনিয়নে সাবেক চেয়ারম্যান আইয়ুব খান, কৃষকলীগ নেতা নজরুল ইসলাম বকুল, জাতীয় শ্রমিক লীগ নেতা আবু মুছা সামসুল আলম, তারুয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ইদ্রিস হাসান, সাবেক চেয়ারম্যান পত্নী নাসিমা সাদির, জাকির হোসেন বাউল, মো. জামিলসহ আরও অনেকে দলের মনোনয়ন প্রার্থী।