আশুগঞ্জে নৌকা ভ্রমণের সময় সেলফি তুলতে গিয়ে নটরডেম কলেজের দুই শিক্ষার্থী নিখোঁজ
আশুগঞ্জ এবং ভৈরবের মধ্যবর্তী চরসোনারামপুরে মেঘনা নদীতে নেমে রাজধানীর নটরডেম কলেজের দুই শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। শনিবার (১৪ জুলাই) বিকাল ৫টায় তারা নিখোঁজ হয়। ঘটনার খবর পেয়ে তাদের সন্ধানে কাজ করছে আশুগঞ্জ-ভৈরব ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট।
আশগঞ্জ থানার ওসি বদরুল আলম তরফদার জানান, শনিবার বিকালে নটরডেম কলেজের সাত শিক্ষার্থী মেঘনা নদীতে নৌকাসহ ঘুরতে নামে। তাদের মধ্যে পাঁচ জন ছেলে ও দুই জন মেয়ে। তারা সবাই নটরডেম কলেজের কম্পিউটার সায়েন্স বিভাগের শিক্ষার্থী। তাদের মধ্যে সানজিদা এলাই প্রাপ্তী ও মেহেরাব নামে দুই শিক্ষার্থী মেঘনা নদীতে নেমে হাঁটু পানিতে সেলফি তুলছিলেন। এসময় পা-পিছলে দুই শিক্ষার্থী প্রবল স্রোতের মধ্যে পানিতে তলিয়ে যায়। অন্য সহপাঠীরা তাদের উদ্ধারের চেষ্টা করছিলেন। তবে সহপাঠীদের কেউ সাঁতার না জানার কারণে তারা সফল হননি। খবর পেয়ে ভৈরব ফায়ার সার্ভিসের ডুবরি দলের সদস্যরা ঘটনাস্থলে এসে পাঁচ শিক্ষার্থীকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়। নিখোঁজ দুই শিক্ষার্থীকে উদ্ধারে অভিযান চলছে।
তবে, রাত ৮টার দিকে আশগঞ্জ থানার ওসি বদরুল আলম জানান, নদীতে প্রবল স্রোতের কারণে উদ্ধার অভিযান আপাতত বন্ধ রয়েছে। ময়মনসিংহ থেকে একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে। তারা ঘটনাস্থলে পৌঁছালে আবারও উদ্ধার কাজ শুরু হবে।