আশুগঞ্জে দুটি ইট ভাটাকে এক লাখ টাকা জরিমানা
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে লাইসেন্সের মেয়াদ না থাকার কারনে দুটি ইট ভাটাকে এক লক্ষ টাকা জড়িমানা করেছে ভ্রাম্যমান আদালত।
রোববার (৫ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার বাহাদুরপুরে এই অভিযান চালানো হয়। আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. নাজিমুল হায়দার এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. নাজিমুল হায়দার জানান, রোববার সন্ধ্যায় আশুগঞ্জ উপজেলার বাহাদুরপুরে এমএসবি ও আরএসপি নামে দুটি ইটভাটায় অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এসময় দুটি ইটভাটায় লাইসেন্সের মেয়াদ না থাকায় ইটভাটা প্রস্তুত ও ভাটা (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ধারা মোতাবেক দুটি ইট ভাটাকে ৫০ হাজার টাকা করে এক লাখ টাকা জড়িমানা করা হয়েছে।
তিনি আরো জানান, এই ধরনের ইটভাটা যতগুলো আছে পর্যায়ক্রমে সবগুলোতে অভিযান চালানো হবে।
« নবীনগরে সানী হত্যার প্রতিবাদে মানববন্ধন (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) অসহায় শীতার্তদের পাশে আশুগঞ্জ প্রেসক্লাব »