অগ্নি দূর্ঘটনা প্রতিরোধে সচেতনতা বাড়াতে আশুগঞ্জে ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত
অগ্নি দুর্ঘটনা মোকাবেলায় সচেতনতা সৃষ্টির লক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের দূর্গাপুরে মেসার্স নুরজাহান এগ্রোফুড ইন্ডাষ্ট্রিজে ফায়ার সার্ভিসের প্রাথমিক অগ্নিনির্বাপণ মহড়া ও বাস্তব প্রশিক্ষণ মহড়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে দূর্গাপুরে মেসার্স নুরজাহান এগ্রোফুড ইন্ডাষ্ট্রি চত্বরে এ মহড়া অনুষ্ঠিত হয়। কর্মশালা ও মহড়া প্রশিক্ষণ প্রদান করেন আশুগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা মিজানুর রহমান। ফায়ার সার্ভিসের অন্যান্য কর্মকর্তারা অগ্নিনির্ভাপনের সময় দ্রুত আগুন নিভাতে বিভিন্ন বিভিন্ন কলা-কৌশল প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের দেখান।
এ সময় মেসার্স নুরজাহান এগ্রোফুড ইন্ডাষ্ট্রিজের চেয়ারম্যান ও ব্রাহ্মণবাড়িয়া ডায়ার মালিক সমিতির সভাপতি হাজী মোঃ জহিরুল ইসলাম জারু মিয়া, প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মাঈনুল ইসলাম, আশুগঞ্জ বিদ্যুৎ বিক্রয় ও বিতরন বিভাগের নির্বাহী প্রকৌশলী প্রকৌশলী সুলতান মাহমুদ, সহকারী প্রকৌশলী জাফর আহমেদ, ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মাহবুব হাসান, আশুগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা তিন্তামনিসহ মেসার্স নুরজাহান এগ্রোফুড ইন্ডাষ্ট্রিজের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।
আশুগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা মিজানুর রহমান জানান, অগ্নিকান্ডের ঘটনা ঘটলে দ্রুত কিভাবে নেভানো যায়, তার জন্য মহড়ার ব্যবস্থা করা হয়েছে। জানমালের ক্ষয়ক্ষতির পরিমান কিভাবে কমানো যায় এবং এ বিষয়ে আরো সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মহড়া অনুষ্ঠিত হয়।
মেসার্স নুরজাহান এগ্রোফুড ইন্ডাষ্ট্রিজের চেয়ারম্যান ও ব্রাহ্মণবাড়িয়া ডায়ার মালিক সমিতির সভাপতি হাজী মোঃ জহিরুল ইসলাম জারু মিয়া জানান, এই প্রশিক্ষণ মহড়ার ফলে যে কোন সময় অগ্নিকান্ডের ঘটনা ঘটলে ফায়ার সার্ভিস আসার আগেই প্রাথমিক ভাবে দ্রুত ব্যবস্থা গ্রহন করতে পারবে প্রতিষ্ঠানের কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা। এর ফলে যে কোন দূর্ঘটনায় ক্ষতির পরিমান হবে কম।
উল্লেখ্য, মেসার্স নূর জাহান এগ্রোফুড ইন্ডাস্ট্রি আশুগঞ্জের অন্যতম আধুনিক ডায়ার মিল। এই মিল থেকে প্রতিদিন প্রায় ৪ হাজার মন ধান ক্রাসিং করা যায়। এবং ১শ মেট্রিকটন চাল উৎপাদন হয়। যা দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে থাকে।