Main Menu

বিদ্যুৎ কেন্দ্রে অগ্নিকান্ড

দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুত সরবরাহ ব্যাহত

+100%-

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১৩২ কেভি সাব স্টেশনের বাসবারে অগ্নিকান্ডের কারণে বিদ্যুৎ কেন্দ্রের ১টি ও বেসরকারী ৪টি ইউনিটসহ মোট ৫টির উৎপাদন বন্ধ হয়ে গেছে। এতে করে জাতীয় গ্রীডে ৫৮৬ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রীডে হ্রাস পাচ্ছে। আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের কারিগরি বিভাগ সূত্রে জানা যায়, স্থানীয় দমকলবাহীনির দুটি ইউনিট ও বিদ্যুৎ কেন্দ্রের নিজস্ব দমকল বাহীনির সদস্যরা আগুন নিয়ন্ত্রনে আনে। অগ্নিকান্ডের কারণে আশুগঞ্জ বন্ধ ইউনিট গুলো হলো সরকারী বিদ্যুৎ কেন্দ্রের ১৫০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ৩নং ইউনিট , ১৫০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ৫নং ইউনিট। বেসরকারী ২০০ মেগাওয়াট ক্ষমতার ইউনাইটেড মডিউলার পাওয়ার প্লান্ট, ৮০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন এগ্রিকো পাওয়ার, ৫০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ইউনাইটেড পাওয়ার, ৫৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন পিসিসন এনার্জি লিঃ, ৫১ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন মিডল্যান্ড পাওয়ার প্লান্ট উৎপাদন বন্ধ রয়েছে। ইউনিট গুলো বন্ধের কারণে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুতে সরবরাহ ব্যাহত হচ্ছে।
আশুগঞ্জ বিদ্যৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এম এম সাজ্জাদুর রহমান জানান, অগ্নিকান্ডের কারণে সরকারী বেসরকারী ৫টি ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে গেছে। ইউনিট গুলো চালুর জন্য ইতিমধ্যে প্রকৌশলীরা চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে আগামীকালের মধ্যে বন্ধ ইউনিট গুলো চালুর সম্ভাবনা রয়েছে।






Shares