Main Menu

আশুগঞ্জ কাচারী বীথিকার সবুজায়নে ইউএনও”র ঔষুধি গাছের চারা রোপন॥

+100%-

নিজস্ব প্রতিবেদক॥ আশুগঞ্জ শহরের কাচারী বীথিকার চারপাশে সবুজায়নের লক্ষে উপজেলা নির্বার্হী কর্মকর্তা মৌসুমী বাইন হিরা ঔষুধী গাছের চারা রোপন করেছেন। বৃহস্পতিবার বিকেলে শহরের কাচারী পুকুর পাড়ের চারপাশের পায়ে হাটার রাস্তার পাশে এ গাছের চারা রোপন করেন। পুকুরে চার পাশে নিমসহ শতাধিক ঔষধী গাছের চারা রোপন করেন তিনি। এ সময় আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন, আশুগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি আক্তারুজ্জামান রঞ্জণ, সাধারন সম্পাদক সাদেকুল ইসলাম সাচ্চু, আশুগঞ্জ নাগরিক সমাজের সাধারন সম্পাদক ইসহাক সুমন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মারুফ রনি প্রমুখ।
উল্লেখ্য, আশুগঞ্জ শহরের কাচারী পুকুর পাড়ে চারপাশে পায়ে হাটার রাস্তা ও কফি হাউজটি প্রতিষ্ঠা করেন আশুগঞ্জের সাবেক উপজেলা নির্বার্হী কর্মকর্তা ও বর্তমানে সিলেট জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সন্দ্বীপ কুমার সিংহ। এরফলে চারপাশে পায়ে হাটার রাস্তায় স্থানীয় এলাকাবাসী প্রাতভ্রমন, বসে মুক্ত, নির্মল বাতাস উপভোগ করা এখন এ স্থানীয় প্রিয় স্থানটি হিসিবে রূপান্তরিত হয়েছে। সেই সাথে মনোরম পরিবেশে কফি হাউজে বসে আড্ডা দেয়া।



(পরের সংবাদ) »