নাসিরনগরে স্বাধীনতার ৪৭ বছর পর বিদ্যুৎ পেল গঙ্গানগর
এম.ডি.মুরাদ মৃধা, নাসিরনগর হতেঃ ব্রাহ্মণবাড়িয়া:স্বাধীনতার ৪৭ বছর পর হাওর বেষ্টিত জনপদ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার বুুুড়িশ্বর ইউনিয়নের গঙ্গানগর গ্রামে বিদ্যুত- সংযোগ দেওয়া হয়েছে।
রোববার (০২ সেপ্টেম্বর) বিকেলে নাসিরনগর- ১ আসনের সংসদ সদস্য বিএম ফরহাদ হোসেন সংগ্রাম প্রধান অতিথি থেকে বিদ্যুত সংযোগের উদ্বোধন করেন।
স্বপন কুমারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. রাফি উদ্দিন আহমেদ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান প্রদীপ কুমার,সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অরুণ জ্যােতি ভট্রাচার্য, বুড়িশ্বর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ছায়েব আলী, ইউনিয়ন যুবলীগের সভাপতি ফজলুল করিম, মুক্তিযোদ্ধা অমরেন্দ্র লাল রায় সহ প্রমুখ।
উল্লেখ, বাংলাদেশ সরকারে অর্থায়নে প্রায় ৭০ লাখ ব্যায়ে ১৭০ টি পরিবারকে বিদ্যুত সংযোগ দেওয়া হয়।
« নবীনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) দুষ্টের দমন ও শিষ্টের পালনে পৃথিবীতে অবির্ভুত হয়েছিলেন শ্রী কৃষ্ণ :: মোকতাদির চৌধুরী এমপি »