Main Menu

নাসিরনগরে রাজাকারের নামে টুর্নামেন্টের বিরুদ্ধে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ

+100%-

22222নাসিরনগর প্রতিনিধিঃ: ব্রাক্ষণবাড়িয়ার নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের কুখ্যাত রাজাকার তাজ উদ্দিনের নামে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজন করায় নাসিরনগর উপজেলা গণজাগরণ মঞ্চ ও ঘাতক দালাল নির্মূল কমিটির উদ্যোগে মানবন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

বেলা ১১ ঘটিকায় স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গনে উপজেলা গণজাগরণ মঞ্চের আহবায়ক এস.এম.বদিউল আশরাফ(মুরাদ) এর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা ঘাতক দালাল নির্মূল কমিটির আহবায়ক সুজিত কুমার চক্রবর্তী, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোজাম্মেল হক সবুজ,সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, হরিপুর ইউপি মেম্বার মেহের আলী, দৌলত মেম্বার, আলমগীর সরদার প্রমুখ। উক্ত মানব বন্ধনে এলাকার শত শত লোক শতষ্ফুর্ত ভাবে অংশ গ্রহন করে। হরিপুর ইউপির সাবেক চেয়ারম্যান মো: আব্দুল মান্নান, মুক্তি যোদ্ধা মো: জামাল মিয়া, কালন চৌধুরী, মো: আজহারুল হক, মো: জাহের মিয়া, নিতাই চন্দ্র সরকার, ডা: স্বপন রায় জানান হরিপুর ইউনিয়নের তাজ উদ্দিন ছিল কুখ্যাত রাজাকার। তারা জানান তাজ উদ্দিন ছিল কায়সার বাহিনীর অন্যতম সদস্য। ১৯৭১ সালে তাজ উদ্দিন এলাকার বিভিন্ন বাড়ি ঘরে লুটপাট, অগ্নি সংযোগ ও ধর্ষনের মত জগন্য কাজ করে। মহান বিজয় দিবসের দিনে কুখ্যাত রাজাকেরর নামে ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন অত্যন্ত জগন্য ও নিন্দনীয় কাজ। তারা আরো জানান টুর্নামেন্টের আয়োজক তার ছেলে মো: ফারুক মিয়া সৌদি আরব বি এন পির যুগ্ন সাধারণ সম্পাদক ছিল। বর্তমানে হরিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি।






Shares