Main Menu

নাসিরনগর পেল প্রথম নারী চেয়ারম্যান

+100%-

নাসিরনগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে রোমা আক্তার বিজয়ী হয়েছেন। রোমা আক্তার নাসিরনগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। নাসিরনগরে এই প্রথমবারের মতো কোনো নারী উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলেন।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, বেসরকারিভাবে নির্বাচিত রোমা আক্তার পেয়েছেন ৩৪ হাজার নয়শত এক ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক বিএনপি নেতা ওমরাও খান পেয়েছেন ১৮ হাজার ৩৮০ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন, আবু আহাম্মদ কামরুল হুদা (টিউবওয়েল প্রতীক) তাঁর প্রাপ্ত ভোট ৩৭৯২৬ নিকটতম প্রতিদ্বন্ধী ভানু চন্দ্র দেব (মাইক প্রতীক) প্রাপ্ত ভোট ২০৪০৭

ভাইস চেয়ারম্যান নারী বিজয়ী হয়েছেন রিটা আক্তার (ফুটবল প্রতীক) তাঁর প্রাপ্ত ভোট ৩২২৩৭ নিকটতম প্রতিদ্বন্ধী রুবিনা আক্তার (কলস প্রতীক) প্রাপ্ত ভোট ২২৩৬৩