Main Menu

নাসিরনগরে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে মতবিনিময় সভা

+100%-

এম.ডি.মুরাদ মৃধা, নাসিরনগর প্রতিনিধিঃ  বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে নাসিরনগরে পালিত হল কমিউিনিটি পুলিশিং ডে-২০১৮। এ উপলক্ষে ৩১ অক্টোবর বুধবার নাসিরনগর থানা ও উপজেলা কমিউনিটি পুলিশের উদ্যোগে থানা হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নাসিরনগর উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনের সংসদ সদস্য বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি। এছাড়া উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হামিদা লতিফ পান্না,থানা অফিসার ইনচার্জ সাজেদুর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি রাফি উদ্দিন,সাংগঠনিক সম্পাদক লিয়াকত আব্বাস টিপু,প্রচার সম্পাদক লতিফ হোসেন,সদর ইউপি চেয়ারম্যান আবুল হাশেম,কুন্ডা ইউপি চেয়ারম্যান ওয়াস আলী,গোকর্ণ ইউপি চেয়ারম্যান হাসান খা,ভলাকুট ইউপি চেয়ারম্যান রুবেল মিয়া,গুনিয়াউক ইউপির সাবেক চেয়ারম্যান জিতু মিয়া, সাবেক ছাত্রলীগ আহবায়ক নাসির উদ্দিন রানাসহ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
কমিউিনিটি পুলিশের সাধারণ সম্পাদক অরুণ জ্যোতি ভট্টাচার্যের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তারা কমিউনিটি পুলিশিং এর কার্যক্রম আরো বেগবান করার আহবান জানান। প্রত্যেকটি ইউনিয়নে কমিউনিটি পুলিশের কমিটি গঠন করে সমাজ হতে অন্যায়,অত্যাচার,মাদক-সন্ত্রস দূর করার আহবান করা হয় এবং মাদকসন্ত্রসের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন।






Shares