নাসির নগরে স্কুল ছাত্রী উত্যক্তের ঘটনায় থানায় অভিযো
মোঃ আব্দুল হান্নান,নাসির নগর,ব্রাহ্মণবাড়িয়াঃ নাসিরনগর কুন্ডা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেণীর ছাত্রীকে উত্যক্তের ঘটনায় বুধবার তিন বখাটের নামে থানায় লিখিত অভিযোগ করেছে ওই ছাত্রীর মা চিত্তবাশী দাস।মেয়ের মা জানায়, তার মেয়েটি কানে কম শোনে। ঘটনার বিবরনে জানা গেছে মঙ্গলবার কুন্ডা ইউনিয়নের বেরুইন গ্রামের নীপেন্ড দাসের মেয়ে কুন্ডা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেনীর ছাত্রী স্কুলে পরীক্ষা শেষে বিকাল সাড়ে চার ঘটিকার সময় বাড়ি ফেরার পথে বেরুইন আন্দ্রাবহ রাস্তায় বেরুইন গ্রামের জাহেদ মিয়ার ছেলে মোঃ ওমর মিয়া (১৮),সাহেদ মিয়ার ছেলে মোঃ সফিকুল ইসলাম(১৯) ও মোঃ গাউছ আলীর ছেলে মোঃ রাজ্জাক মিয়া(১৯) ঐ ছাত্রীকে কুপ্রস্তাব দেয়। তাতে ওই ছাত্রী রাজি না হলে তারা জোর পুর্বক মেয়েটি ধর্ষনের চেষ্টা চালায়। ওই সময়ে রাস্তা দিয়ে একজন গরু ব্যবসায়ী কে দেখতে পেয়ে বখাটেরা দৌড়ে পালিয়ে যায়।কুন্ডা উচ্চ দ্যিালয়ের প্রধান শিক্ষক মোঃ সহিদুল হক এ প্রতিনিধিকে জানান,মেয়ের অভিভাবকরা রাতে থাকে এ ঘটনা জানালে তিনি বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা কে অবহিত করেন ।নির্বাহী কর্মকর্তা থানায় লিখিত অভিযোগের পরামর্শ দেন।ওই ঘটনায় বুধবার স্কুলের ছাত্র ছাত্রীরা ঘটনার বিচার দাবীতে বিহ্মোভ সমাবেশ করেছে।তাদের বিহ্মোভের কারনে বুধবারের সকল পরীহ্মা স্থগিত রয়েছে। স্থগিত পরীহ্মা আগামীকাল অনুষ্টিত হবে বলে প্রধান শিহ্মক জানান ।এ বিষয়ে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সেলিম মোল্লার সাথে মোবাইল ফোনে জানতে চাইলে তিনি জানান বলেন থানায় অভিযোগ হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিসিয়াল কাজে ব্রাহ্মণবাড়িয়া আছেন। তিনি আসার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।এ রিপোর্ট লেখা পর্যন্ত নাসির নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল কাদের জানান,মেয়ের মা ও প্রধান শিক্ষক এসে মৌখিক অভিযোগ করে গেছে; কিন্তু এখনো কোন লিখিত অভিযোগ নিয়ে আসেনি ।