স্বাধীনতার ৪৭ বছর পর বিদ্যুৎ পেল হাওর বেষ্টিত দুই গ্রামের ৪৪৮ পরিবার
এম.ডি.মোরাদ মৃধা, নাসিরনগর হতে। স্বাধীনতার ৪৭ বছর পর বিদ্যুৎ পেল হাওর বেষ্টিত গোয়ালনগর ও ভলাকুট ইউনিয়নের দুটি গ্রামের ৪৪৮ টি পরিবার। এক কোটি ৬৯ লাখ টাকা ব্যয়ে ৪৪৮ গ্রাহকের মধ্যে নতুন বিদ্যুৎ সংযোগ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। এই দুই ইউনিয়নে প্রায় ৯ কিলোমিটার নতুন লাইন টানা হয়েছে।
শুক্রবার (২০ জুলাই) বিকেলে উপজেলার গোয়ালনগর ইউনিয়নের কদমতলী ও ভলাকুট ইউনিয়নের মাইজখোলা গ্রামে বিদ্যুৎ সংযোগ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য বিএম ফরহাদ হোসেন সংগ্রাম।
বিদ্যুৎ সংযোগ কার্যক্রম উপলক্ষে আয়োজিত সভায় গোয়ালনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. খিরন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- নাসিরনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. মো. রাফি উদ্দিন, নাসিরনগর পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী ব্যবস্থাপক নজরুল ইসলাম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান প্রদীপ রায়, ভলাকুট ইউনিয়নের চেয়ারম্যান রুবেল মিয়া, উপজেলা আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অরুণ জ্যোতি ভট্টাচার্য প্রমুখ।