Main Menu

নাসিরনগরে বেসরকারী শিক্ষকদের জাতীয় করনের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ

+100%-

n1এম.ডি.মুরাদ মৃধা, নাসিরনগর সংবাদদাতা:সারা দেশের ন্যায় জেলার নাসিরনগরে শিক্ষাব্যস্থা জাতীয়করন,সরকারি বিধি মোতাবেক স্বীকৃতিপ্রাপ্ত সকল শিক্ষাপ্রতিষ্ঠানকে অবিলম্বে এমপিওভূক্তকরণ,সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের মতো বেসরকারী শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদেরকেও ৫% বাৎসরিক প্রবৃদ্ধি,মেডিকেল ভাতা,উৎসব ভাতা,বৈশাখী ভাতা, পূর্বের ন্যায় টাইনস্কেল প্রদান ও টাইম স্কেল প্রাপ্তির পর বি,এড, ডিগ্রী গ্রহণকারী শিক্ষকদের উচ্চতর বেতন স্কেল প্রদানের দাবীতে বাংলাদেশ শিক্ষক সমিতি নাসিরনগর শাখার আয়োজনে উপজেলার সকল শিক্ষকরা মানববন্ধ ও বিক্ষোভ পালন করেছেন। সকাল ১১টা বাংলাদেশ  শিক্ষক  সমিতির উদ্ধোগে আয়োজিত বিক্ষোভ মিছিলটি নাসিরনগরের উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে স্থানীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি মো: আতাউর রহমান গিলমান, সাধারন সম্পাদক অরবিন্দু গোপ, প্রধান শিক্ষক আব্দুর রহিম, শেখ মো: হাবিবুর রহমান, মো: আব্দুল কাদির, বসন্ত কুমার সরকার, মো: রেজোয়ানুদ্দিন আহমেদ,সন্জিব কুমার দেব,এম.এ কাশেম,জয় চন্দ্র দাস,মো: মলাই মিয়া প্রমূখ।

n2উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত আলী’র মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি পেশ করেন।  শিক্ষক নেতারা বলেন, আমরা মানুষ   গড়ার কারিগর। শিক্ষা জাতির মেরুদন্ড। শিক্ষা ছাড়া কোন জাতির উন্নতি করা সম্ভব নয়। ডিজিটাল বাংলাদেশ গড়তে হলে শিক্ষকদের জাতীয় করনের বিকল্প নেই। বঙ্গবন্ধু কন্যা বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শিক্ষকদের দুরবস্থা কথা বিবেচনা করে শিক্ষকদের জাতীয় করনের প্রয়োজনীয় স্থা গ্রহন করবেন বলে শিক্ষক বৃন্দ আশা ব্যক্ত  করেন।






Shares