সরাইলে রচনা ও আবৃত্তি প্রতিযোগিতা
মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ‘মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০১৯’ উদযাপন উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে মাতৃভাষা বিষয়ে রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়েছে।
বুধবার দুপুরে পরিষদ মিলনায়তনে সরাইল কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামালের সভাপতিত্বে উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশ গ্রহনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিচারক ও মূল্যায়নের দায়িত্ব থেকে বক্তব্য রাখেন- সরাইল মহিলা কলেজের অধ্যক্ষ ও প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ বদর উদ্দিন, প্রভাষক ও প্রেসক্লাবের সম্পাদক মোহাম্মদ মাহবুব খান বাবুল, সরাইল কলেজের প্রভাষক মো. মোস্তাক আহমেদ, মাধ্যমিক শিক্ষা বিভাগের একাডেমিক সুপার ভাইজার হাসনাত জাহান, সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আইয়ুব খান, অন্নদা সরকারি বিদ্যালয়ের সহকারি শিক্ষক শেলিনা আক্তার ও ত্রিতাল সঙ্গীত নিকেতনের অধ্যক্ষ সঞ্জিব কুমার দেবনাথ প্রমূখ।