Main Menu

সরাইলে যুবলীগের আহবায়ক কমিটি গঠিত

+100%-

সরাইল প্রতিনিধি ॥ সরাইল উপজেলা যুবলীগের এক সভায় দু‘টি ইউনিযন যুবলীগের আহবায়ক কমিঠি করা হয়। উপজেলা যুবলীগের সভাপতি এড. আশরাফ উদ্দিন মন্তুু সাধারণ সম্পাদক মো. শের আলম মিয়ার উপস্থিতিতে সরাইল সদর ও শাহজাদাপুর ইউনিয়নের আহবায়ক কমিঠি করা হয়েছে। সরাইল সদর ইউনিয়নে মো. হানিফ মিয়াকে আহবায়ক ও যুগ্ন আহবায়ক ১ মো.কাউছার মিয়া, ২ রায়হান মিয়া, ৩ মো. রিপন মিয়া, ৪ মো. পাপন মিয়া, ৫ মো. আল আমিন মিয়াকে করা হয়। শাহজাদাপুর ইউনিয়নে মো. আকিল আহমেদ ভূইঞাকে আহবায়ক ও যুগ্ন আহবায়ক ১ মো. আলী হায়দার, ২ বিল্লাল মিয়া, ৩ মো. আরিফ চৌধুরী শিপন, ৪ মো. মোবারক মিয়া, ৫ মৃত্যুঞ্জয় চৌধুরী কে করা হয়েছে।