সরাইলে ত্রাণের দাবিতে মিছিল
মোহাম্মদ মাসুদ , সরাইল ॥ সরাইল উপজেলা সদরে এক নেতার নেতৃত্বে ‘আর কত উপবাস থাকব-খাবার দে’ লেখা ব্যানার নিয়ে বিক্ষোভ মিছিল হয়েছে।
গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত এ মিছিলে উপজেলার সদর ইউনিয়নের সৈয়দটুলা গ্রামের ৬ নম্বর ওয়ার্ডের শতাধিক লোক অংশ নেন।
মিছিল কারীদের দাবী আমাদের সরকার শ্রমিকদের জন্য প্রচুর ত্রাণ ও টাকা দিচ্ছেন। অথচ আমরা কর্মহীন হয়েও এগুলো পচ্ছি না। মালগুলো যাচ্ছে কোথায়। মাল আত্মসাৎ হচ্ছে। তবে ত্রাণের মাল আত্মসাৎ করা হয়েছে এমন কোনো প্রমান পাওয়া যায়নি।
এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দন ঠাকুর ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এস এম মোসা তাঁদের দপ্তর থেকে নিচে নেমে এসে উপস্থিত সবাইকে আশ^স্থ করে মাইকে ঘোষণা দেন,‘আপনারা সবাই নাম লিখান, যারা ইতিমধ্যে কোনো ত্রাণ পাননি সবাইকে ত্রাণ দেওয়া হবে।
ইউএনও এ এস এম মোসা বলেন, এ সব মিথ্যা, গুজব ছড়ানো হয়েছে। তাঁদেরকে বলা হয়েছে সরকার মাথাপিছু তিন হাজার করে টাকা ও এক বস্তা করে চাল বরাদ্দ দিয়েছে, এগুলো তারা পাচ্ছে না। এ গুজব ছড়িয়ে তাঁদেরকে নিয়ে আসা হয়েছে।’
রফিক উদ্দিন ঠাকুর বলেন, মিথ্যা গুজব ছড়িয়ে মানুষকে এখানে এনেছেন। সরকারের ভাবমূর্তিও ক্ষুন্ন করেছেন। যাদেরকে এখানে এনেছেন তাঁদের অনেককে আমি নিজ হাতে চাল দিয়েছি।’