সরাইল প্রেসক্লাবে ইউএনওকে সংবর্ধনা
![+](https://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/plus.png)
![100%](https://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/100.png)
![-](https://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/minus.png)
মোহাম্মদ মাসুদ ,সরাইল :: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহম্মদ এমরান হোসেনকে সরাইল প্রেসক্লাবের উদ্যোগে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। এ উপলক্ষে গত শনিবার রাতে প্রেসক্লাবের কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সহসভাপতি মোহাম্মদ আলী। অন্যদের মধ্যে বক্তৃতা করেন এম এ মুসা, সম্পাদক বদর উদ্দিন, যুগ্ম সম্পাদক সৈয়দ কামরুজ্জামান ইউসুফ, তৌফিক আহমেদ, জুলকার নাঈন, তারিকুল ইসলাম, যতিন্দ্র মোহন চৌধুরী, আবদুল করিম, জহিরুল ইসলাম, মোহাম্মদ মাসুদ শেখ মো.ইব্রাহিম প্রমুখ। প্রসঙ্গত: ইউএনও মোহাম্মদ এমরান হোসেন অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে হবিগঞ্জে বদলির আদেশ পেয়েছেন।
« সরাইলে দুই ডাকাত আটক, গণপিটুনির পর পুলিশে সোপর্দ :: ছোঁড়াসহ মালামাল উদ্ধার, দ্রুতবিচার আইনে মামলা (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) নাসিরনগরে হিলিপ প্রকল্পের প্রশিক্ষণ »