Main Menu

সরাইল কুট্টাপাড়া এলাকা থেকে প্রাইভেটকার গরু সহ আটক ১

+100%-

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ঢাকা-সিলেট মহাসড়কের কুট্টা পাড়া এলাকা থেকে প্রাইভেটকার গরুসহ একজনকে আটক করেছে হাইওয়ে থানা।
আজ সকাল ১১টায় সদর উপজেলার নন্দনপুর বিসিক এলাকা থেকে গরু চুরি করে প্রাইভেটকারের ভিতরে শুকৌসলে নিয়ে পালিয়ে যাওয়ার পথে কুট্টাপাড়া এলাকায় আসলে গাড়ী যান্ত্রীক ত্রুটি দেখাদিলে স্থানীয় জনতা প্রাইভেট কারের ভিতরে গরু দেখতে পায়। জনতা সুচিৎকার দিলে গাড়ীর ভিতরে থাকা চার ব্যক্তির মধ্যে তিন জন পালিয়ে যায় । ফারুক মিয়া (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশ।
তার আটক ফারুক মিয়ার বাড়ি হাবগঞ্জ জেলার লাখাই উপজেলার বামোই গ্রামে । সে বর্তমানে মৌলভী বাজার জেলার কুলাউড়া উপজেলার উলচা পাড়া এলাকায় থাকে।
এ ব্যপাওে বিশ^রোড হাইওয়ে থানার ওসি মো. মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক কৃত গরুসহ প্রাইভেটারের বিরোদ্ধে জেলা সদর থানায় মামলা হচ্ছে ।