বিজিবি দিবস পালিত
বর্ডার গার্ড বাংলাদেশ, উত্তর-পূর্ব রিজিয়ন, রিজিয়ন সদর দপ্তর, সরাইল এর ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় বিজিবি দিবস-২০১৫ উদ্যাপন করা হয়েছে। অনুষ্ঠানের অংশ হিসেবে ফজরের নামাজের পর মিলাদ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরবর্তীতে সকাল ৮ টায় সকল অফিসার, জুনিয়র কর্মকর্তা এবং অন্যান্য পদবীর সদস্যদের উপস্থিতিতে কোয়ার্টার গার্ড প্রাঙ্গনে রেজিমেন্টাল পতাকা উত্তোলন, ০৯:৩০ ঘটিকায় বিশেষ দরবার এবং ১২:৩০ ঘটিকায় প্রীতিভোজ এর আয়োজন করা হয়। প্রীতিভোজে ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন এর ভারপ্রাপ্ত অধিনায়ক মোঃ রোকনুজ্জামান, পিএসসি, পরিচালক (লজিস্টিক) এবং লেঃ কর্নেল গাজী মোহাম্মদ শরীফুল হাসান, পরিচালক (অপারেশন), রিজিয়ন সদর দপ্তর, সরাইল, ডঃ মুহাম্মদ মোশাররফ হোসেন, জেলা প্রশাসক, ব্রাহ্মণবাড়ীয়া, মোঃ মিজানুর রহমান, পিপিএম, পুলিশ সুপার, ব্রাহ্মণবাড়ীয়া, জনাব মোহাম্মদ কাউছার, জেলা ও দায়রা জজ, ব্রাহ্মণবাড়ীয়া, পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টিফোরডটকম এর সম্পাদক আলী আসিফ গালিভ, প্রশাসনিক কর্মকর্তা মনিরুজ্জামান পলাশ,ব্রাহ্মণবাড়ীয়া সদর ও স্থানীয় বেসামরিক প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি এবং সকল বিজিবি সদস্য ও তাদের পরিবারবর্গ, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহন করে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারবর্গকে আমন্ত্রণ করে প্রত্যেককে নগদ ১০,০০০/- টাকা এবং ৭,৫০০/- টাকা মূল্যের উপহার সামগ্রী প্রদান করা হয় এবং বিকাল ৩:৩০ ঘটিকায় খেলাধুলা ও রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।