দেশী মাছ রপ্তানি ও বিদেশী মাছ আমদানি বন্ধের দাবিতে মানববন্ধন
দেশী মাছ বিদেশে রপ্তানি ও বিদেশী মাছ আমদানি বন্ধের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন করেছে বাংলাদেশ মৎস্যচাষী উন্নয়ন সমিতি।
আজ বুধবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল বিশ^রোড মোড়ে মৎস্যচাষী উন্নয়ন সমিতির সদস্য ও স্থানীয় ডিলাররা এ মানবন্ধন করেন। দেশী জাতের পাঙ্গাস, তেলাপিয়া, রুই, মৃগেল কার্প মাছ হাতে ডিলার ও চাষীরা মানবন্ধনে অংশ নেন।
বাংলাদেশ মৎস্যচাষী উন্নয়ন সমিতি জেলা শাখার সভাপতি ও সদর উপজেলার ডিলার মো. আব্দুর রাজ্জাক ভূঁইয়া ও স্থানীয় ডিলার হেমেন্দ্র দেবনাথের নেতৃত্বে অনুষ্ঠিত মানবন্ধনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিলার কাউছার আহমেদ, মো. হায়দার আলী ও আব্দুর রউফ।
মানবন্ধনে ডিলার ও চাষিরা দাবি করেন, তাজা ও সুস্বাদু জাতের দেশী মাছ বিদেশে রপ্তানি করতে হবে। বিদেশী ফরমালিন মেশানো মাছ আমাদের দেশে আমদানি বন্ধ করতে হবে। এছাড়া মাছ চাষীদের ভর্তুকি দেবারও দাবি করেন তারা। এই দাবি না মানা হলে তারা বৃহত্তর আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন। প্রেস বিজ্ঞপ্তি