সরাইল উপজেলা ছাত্র শিবিরের সভাপতি তারিক গ্রেপ্তার
মোহাম্মদ মাসুদ ,সরাইল থেকে::ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা ছাত্র শিবিরের সভাপতি তারিকুল ইসলাম তারিককে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাত ৯টায় অভিযান চালিয়ে কালিকচ্ছের ঘোষপাড়া তার নিজের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। সে মাসুম মিয়ার ছেলে। পুলিশ জানায়, শিবির নেতা তারিককে দীর্ঘদিন ধরে গ্রেপ্তারের চেষ্টা করে আসছে পুলিশ। তার বিরুদ্ধে রয়েছে নানান অভিযোগ। নাশকতার উদ্যেশ্যে বিস্ফোরক দ্রব্য বহন, সরকারি বিরোধী কর্মকান্ড ও সরকারি দায়িত্ব পালনকালে আইন শৃংঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর হামলার অভিযোগে তার বিরুদ্ধে সরাইল থানায় একাধিক মামলা রয়েছে। তারিক পুলিশি গ্রেপ্তার এড়ানোর জন্য দীর্ঘদিন ধরে গা ঢাকা দিয়েছিল। সে ঢাকা কলেজের ব্যবস্থাপনা বিষয়ে মাষ্টার্স পড়ছে। আর সুযোগ বুঝে ঢাকায় জামায়াত শিবিরের বিভিন্ন কর্মকান্ডে সক্রিয় ভাবে অংশ গ্রহন করছে। মাঝে মধ্যে সরকার বিরোধী কাজে নেতৃত্ব দেওয়ার জন্য সরাইলে অবস্থান করে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে সরাইল থানার এসআই আবদুল আলীম ও আওয়ালের নেতৃত্বে একদল পুলিশ তাকে গ্রেপ্তার করে। তারিক গ্রেপ্তারের সাথে সাথে পরিবারের অন্য সদস্যরা দ্রুত তার মুঠোফোনের সীম গুলো খুলে ফেলে দেয়। পুলিশের ধারনা ওই সীম গুলোতে গুরুত্বপূর্ণ কিছু ছিল। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলী আরশাদ বলেন, একাধিক গ্রেপ্তারি পরোয়ানার পলাতক আসামী শিবির নেতা তারিক। সে সরকারের বিরুদ্ধে অশ্লীল শ্লোগান সহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। গ্রেপ্তারের পর তার কাছ থেকে সংগঠনের বিভিন্ন ফরম ও বই উদ্ধার করা হয়েছে।