সরাইলে শিক্ষককে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের শাহবাজপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নজরুল ইসলামের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন শিক্ষকের স্ত্রী।
আজ সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এই দাবি জানান শিক্ষক নজরুলের স্ত্রী আয়শা আক্তার।
আয়শা আক্তার অভিযোগ করেন, আসন্ন এসএসসি পরীক্ষায় শিক্ষার্থীদের কাছ থেকে নিয়ম বহির্ভূতভাবে কোচিং ফি আদায়ের প্রতিবাদ করায়, আদায় করা অর্থ ফেরত এবং বিনা পয়সায় কোচিং করার প্রস্তাব দেওয়ায় বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও তাঁর সহযোগীরা তাঁর স্বামী শিক্ষক নজরুল ইসলামের ওপর হামলা চালান।
সংবাদ সম্মেলনে নজরুলের স্ত্রী ও শ্বশুর জানান, গত ১ ডিসেম্বর বিদ্যালয়ের সভাপতি বিল্লাল মিয়া ও তাঁর সহযোগীরা শাহবাজপুর কারিগরি স্কুলের সামনে দেশীয় অস্ত্র দিয়ে নজরুলের ওপর হামলা চালিয়ে গুরুতর জখম করে। বর্তমানে তিনি জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় সরাইল থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা করা হলেও পুলিশ এখনো কোনো আসামিকে গ্রেপ্তার করেনি।