Main Menu

সরাইল প্রি ভোকেশনাল দক্ষতা উন্নয়ন কর্মশালা

+100%-

sarail19316মোহাম্মসদ মাসুদ,সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গত শনিবার সকাল ১০টায় উপজেলার সানু মোল্লা মাকের্টের মাঠ প্রাঙ্গনে প্রি ভোকেশনাল দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা উদ্ধোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রস্ক প্রকল্পের পরিচালক ড.এম মিজানুর রহমান।

উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নাহিদা হাবিবার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন রস্ক প্রকল্পের কনসালটেন্ট হাসান জাহিদ,উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো শফিকুর রহমান,সেভ দ্য চিলড্রেন কর্মকর্তা খুরশিদ আরা, সিপিডি ও রস্ক প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মেহেদী কায়সার, সিপিডি কর্মকর্তা ফারুক হোসাইন,জনকল্যান কেন্দ্র এর নির্বাহী পরিচালক সাংবাদিক শরিফ উদ্দিন মোল্লা প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে বলেন আনন্দ স্কুলের ঝরে পড়া শিক্ষার্থীদেরকে কারিগরি শিক্ষায় প্রশিক্ষিত করার মাধ্যমে স্বাবলম্বী করতে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা এই প্রকল্প চালু করেছেন তারা যেন দক্ষ ও প্রশিক্ষিত হয়ে দেশে বিদেশে কর্মসংস্থানের সুযোগ পায় ।






Shares