সরাইল তথ্য ভান্ডার শুমারির সভা
মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ বৃহস্পতিবার সরাইল উপজেলার তথ্য ভান্ডার শুমারির স্থায়ী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ইসরাতের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অংশগ্রহন করেন সরকারি কর্মকর্ত, জনপ্রতিনিধি, সাংবাদিক ও প্রকল্পের কর্মকর্তা কর্মচারীরা।
সহকারি পরিসংখ্যান কর্মকর্তা নাজিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ পরিসংখ্যাণ ব্যুরোর ব্রাহ্মণবাড়িয়া জেলার উপ-পরিচালক ও প্রকল্পের জেলা সমন্বয়কারী মোঃ সেলিম খন্দকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান, সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ ইকবাল হোসেন, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মুজিবুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আইনুল হক, সাবেক ডেপুটি কমান্ডার মোঃ আনোয়ার হোসেন, সরাইল প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোহাম্মদ মাহবুব খান বাবুল, সাংবাদিক মোঃ শফিকুর রহমান, ইউপি চেয়ারম্যান আবদুল জব্বার, রাজিব আহমেদ রাজ্জি, মোঃ কাজল চৌধুরী ও সরাফত আলী।
বক্তারা স্বচ্ছ ও নিখুঁতভাবে তথ্য সংগ্রহ করতে শুমারির কাজে নিয়োগ প্রাপ্ত কর্মকর্তাদের সহায়তার আশ্বাস দিয়েছেন।