Main Menu

সরাইল চুন্টা অবিনাস চন্দ্র উচ্চ বিদ্যালয় নিবার্চন

+100%-

মোহাম্মদ মাসুদ, সরাইল। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা’র চুন্টা অবিনাশ চন্দ্র উচ্চ বিদ্যালয় অভিভাবক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন হয়েছে। বুধবার (১৯ অক্টোবর) সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত চলে ভোট গ্রহণের কাজ। বিদ্যালয়ের ৩ টি বুথে ভোট গ্রহণ করা হয়।

এখানে ভোটার সংখ্যা ৮৮৯, ৪টি অভিভাবক প্রতিনিধি সদস্যের জন্য লড়েছেন ৮ জন প্রার্থী। এছাড়াও সংরক্ষিত ১ জন নারী সদস্যের জন্য লড়েছেন ২ জন প্রার্থী। ৮৮৯ জন ভোটারের মধ্যে ভোট সংগ্রহ হয়েছে ৭৬২টি। সদস্য পদে বিজয়ীরা হলো, ৫০২ ভোট পেয়ে প্রথম হয়েছেন ইয়াসিন মিয়া, ৪৫৯ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন জিয়াউর রহমান, ৩৭৩ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন আসাদ মিয়া, ৩৫৫ ভোট পেয়ে চতুর্থ হয়েছেন আক্তার মিয়া। সংরক্ষিত নারী সদস্য মোর্শেদা বেগম ৪৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। আর বিনা প্রতিদ্বন্দিতায় দাতা সদস্য নির্বাচিত হয়েছেন লুৎফর রহমান।

মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালিদ জামিল খান নির্বাচন কর্মকর্তার দায়িত্ব পালন করেন। সার্বিক সহযোগিতায় ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান নান্নু ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শেখ হাবিবুর রহমান।






Shares