সরাইল ‘উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ ফাইনাল
মোহাম্মদ মাসুদ,সরাইল ॥ “হটাও মাদক পাচারকারী, বাঁচাও দেশ শেখ হাসিনার নির্দেশ” ও “সবাই মিলে দেশকে ভালবাসি, মাদককে না বলি” এ শ্লোগানকে সামনে রেখে সরাইল ‘উপজেলা প্রশাসন গত রবিবার বিকেলে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০১৮’এর সমাপনি। উপজেলা প্রশাসনের উদ্যোগে ও ক্রীড়া সংস্থার পরিচালনায় সরাইল সরকারি অন্নদা উচ্চ বিদ্যালয়ের মাঠে এ খেলা অনুষ্টিত হয় । এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাপা কেন্দ্রিয় নেতা ও ব্রাহ্মনবাড়িয়া ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা। বিশেষ অতিথি ছিলেন সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ক্রীড়া সংস্থার সভাপতি উম্মে ইসরাত, সৈয়দ তানবির হুসেন কাউছার প্রমূখ।
খেলা পরিচালনা করেন ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এস এম ফরিদ। ফাইনাল খেলায় সরাইল সদর ইউনিয়ন পরিষদ ও সরাইল মুক্তিযুদ্ধা সংসদ একাদশ একে অপরের মুখোমুখি হয়েছে। এ টুর্নামেন্টে উপজেলার ৯টি ইউনিয়ন ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সহ মোট ১০টি দল অংশ গ্রহন করছে। মাদকের ভয়াল থাবা থেকে যুব সমাজকে রক্ষার প্রত্যয়কে সামনে রেখেই চলছিল এ টুর্নামেন্ট।
খেলায় সরাইল সদর ইউনিয়ন পরিষদকে মুক্তিযুদ্ধা সংসদ ১-০ গোলে হারিয়েছে।