Main Menu

সরাইলে হত্যা মামলায় নিরপরাধ ব্যক্তিদের হয়রানির প্রতিবাদে মানববন্ধন

+100%-

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহজাদাপুর গ্রামের বৃদ্ধ কৃষক ফিরোজ মিয়া (৮৩) হত্যা মামলায় নিরপরাধ ব্যক্তিদের হয়রানির প্রতিবাদ ও প্রকৃত দোষীদের বিচার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় গ্রামবাসী।
শনিবার সকাল ১০টায় শাহজাদাপুর চকবাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত এ মানববন্ধনে শাহজাদাপুর ছাড়াও ওই ইউনিয়নের নিয়ামতপুর ও ধাউরিয়া গ্রামের প্রায় পাঁচ শতাধিক নারী-পুরুষ অংশ নেয়। শাহজাদাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সহিদুজ্জামান মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ি আনোয়ার হোসেন খান, শাহজাদাপুর ইউপির এক নম্বর ওয়ার্ডের মেম্বার আব্দুল হক, দুই নম্বর ওয়ার্ডের মেম্বার শেখ মো. ছালেক ও তিন নম্বর ওয়ার্ডের মেম্বার আজহার উদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন, গত ২০১৫ সালের ১৮ মে দিনগত রাতে শাহজাদাপুর গ্রামের বৃদ্ধ কৃষক ফিরোজ মিয়া খুন হওয়ার পর এলাকার ২৬ জন নিরপরাধ ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। পুলিশ তদন্ত পূর্বক প্রকৃত ঘটনা জানার পরও এলাকার নির্দোষ মানুষদের হয়রানি করছেন। এ ঘটনায় মোট চারবার তদন্তকারি কর্মকর্তা পরিবর্তন হলেও এলাকার মানুষদের হয়রানি করা বন্ধ হচ্ছে না। বক্তারা এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত চার্জশীট দিয়ে নিরপরাধ মানুষদের হয়রানি বন্ধের দাবি জানান।
প্রসঙ্গত, গত ২০১৫ সালের ১৮ মে দিনগত রাতে শাহজাদাপুর গ্রামের বৃদ্ধ কৃষক ফিরোজ মিয়া খুন হন। এ ঘটনায় ফিরোজ মিয়ার ছেলে দ্বীন ইসলাম বাদী হয়ে সরাইল থানায় একই গ্রামের কাউছার মিয়াকে প্রধান আসামি করে আরো ২৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে।






Shares