সরাইলে স্বাধীনতা দিবস পালিত
সরাইলে যথাযোগ্য মর্যাদায় ৪৫তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে রাত ১২টা ১ মিনিটে ২১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয়। পরে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, সরাইল থানা, আ’লীগ, বিএনপি, জাতীয় পার্টী সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠন, এনজিও ও সরাইল প্রেসক্লাব শহীদ মিনারে পুষ্ফস্তবক অর্পন করেন। গতকাল ভোরে জাতীয় পতাকা উত্তোলনের পর মাঠে উপস্থিত থেকে কুজকাওয়াজ পরিদর্শন করেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা। দুপুর ১২টায় উপজেলার সকল মুক্তিযোদ্ধাদের দেওয়া হয় সংবর্ধনা। শিক্ষার্থীদের অংশ গ্রহনে চিত্রাংকন, রচনা ও কবিতা লেখার প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। সকল মসজিদ মাদ্রাসা এতিম খানা ও হাসপাতালে উন্নত মানের খাবার পরিবেশন ও শহীদদের জন্য দোয়া করা হয়। বিকেলে অন্নদা স্কুলের মাঠে প্রীতি ফুটবল প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। ওদিকে বিকাল ৪টায় শাহজাদাপুর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম খোকনের সভাপতিত্বে মল্ইাশ বাজারে ইউনিয়নের ৩৫ জন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সভাপতি হারুন-অর-রশিদ, বিশেষ অতিথি ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ ইসমত আলী, ইউনিয়ন কমান্ডার হরলাল দেবনাথ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সরাইল প্রেসক্লাবের অর্থ-সম্পাদক মোহাম্মদ মাহবুব খান বাবুল।