Main Menu

সরাইলে স্কুল ছাত্রীকে উত্ত্যক্তের দায়ে বখাটের ১ বছরের কারাদন্ড

+100%-

eveteasing1111সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: সরাইলে মাধ্যমিক বিদ্যালয়ের এক ছাত্রীকে নিয়মিত উত্ত্যক্তের দায়ে দুই সন্তানের জনক নূর ইসলাম (৩০) নামের এক বখাটেকে ১ বছরের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার শাহবাজপুর গ্রাম থেকে বখাটেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ এমরান হোসেনর আদালতে এ রায় দেয়। পুলিশ ও ছাত্রীর পারিবারিক সূত্র জানায়, শাহবাজপুর বহুমূখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীকে দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে আসা যাওয়ার পথে নিয়মিত উত্ত্যক্ত করে আসছিল নূর ইসলাম। সে একই গ্রামের মুন্সি হাঁটির দীন ইসলামের ছেলে। বিষয়টি একাধিকবার তার মা বাবাকে জানিয়ে কোন প্রতিকার পাওয়া যায়নি। সর্বশেষ গতকাল সকালে বিদ্যালয়ে আসার পথে ওই ছাত্রীকে প্রথমে তার সাথে চলে যাওয়ার প্রস্তাব দেয়। এতে স্কুল ছাত্রী রাজি না হওয়ায় তার উপর চড়াও হয় বখাটে। টেনে খিচড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে জন সমূখে ওই ছাত্রীকে মারধর করে। বাধ্য হয়ে ওই ছাত্রী গতকালই নির্বাহী কর্মকর্তা বরাবর এ বিষয়ে বিচার চেয়ে প্রার্থনা লিখিত অভিযোগ করে। বিকেল ৪টার দিকে এ এস আই রনি শোরে রানা অভিযান চালিয়ে বখাটেকে গ্রেপ্তার করে নির্বাহী  কর্মকর্তার দফতরে হাজির করেন। সন্ধ্যায় ভ্রাম্যমান আদালত বখাটেকে ২ বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়ে জেলহাজতে প্রেরনের নির্দেশ দিয়েছেন। স্থানীয় লোকজন জানায়,  বখাটেকে পুলিশ গ্রেপ্তারের পর উত্তেজিত হয়ে তার স্বজনরা দল বেঁধে স্কুল ছাত্রীর বাড়িতে আক্রমন করে। ছাত্রীর দুই চাচা ও পুলিশের উপর হামলা চালায় তারা। এতে এ এস আই রনি, কন্সটেবল করিম, ছাত্রীর চাচা লায়েছ মিয়া ও ফারুক মিয়া আহত হয়েছে। সরাইল থানার অফিসার ইনচার্জ মো. আলী আরশাদ বলেন, মেয়েদের উত্ত্যক্তকারীদের সাথে কোন আপোষ নেই। উত্ত্যক্তকারীর বিরোদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেয়া হবে।






Shares