সরাইলে স্কুল ছাত্রকে ছুরিকাঘাতের ঘটনায় গ্রেফতার এক
সরাইল প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নে রিয়াদ মৃধা (১৫) নামে এক এস এস সি পরীক্ষার্থীকে ছুরিকাঘাতের ঘটনায় ১ জনকে গ্রেফতার করে পুলিশ। এই ঘটনায় রিয়াদের পিতা লিটন মৃধা ৫ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। মামলার আসামিরা হলেন নোয়াগাঁও ইউনিয়নের পশ্চিম পাড়া এলাকার সমুজ আলী মৃধার ছেলে মজনু মৃধা(৫৫) কালাগাজী মৃধা (৪৫)। মজনু মৃধার ছেলে সাব্বির মৃধা(২০)। ফারুক মৃধার ছেলে জাহাঙ্গীর মৃধা(৪০), এবং কবির মৃধা। পুলিশ গতকাল অভিযান চালিয়ে মামলার ২ নম্বর আসামি কালাগাজী মৃধাকে গ্রেফতার করে।
উল্লেখ্যঃ গত শুক্রবার রাত ৮ টার দিকে নোয়াগাঁও ইউনিয়নের পশ্চিম পাড়া লাকী হাজারি বাড়ির লিটন মৃধার ছেলে মোঃ রিয়াদ মৃধা (১৫) কে ঘর থেকে ডেকে নিয়ে কয়েক জন দুর্বৃত্ত এলোপাথাড়ি ছুরিকাঘাত করে। পরে রিয়াদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা রিয়াদকে ফেলে রেখে পালিয়ে যায়। আহত অবস্থায় রিয়াদকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এই বিষয়ে জানতে চাইলে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসলাম হোসেন বলেন,এই বিষয়ে জানতে চাইলে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসলাম হোসেন বলেন, শিক্ষার্থী ছুরিকাঘাতের ঘটনায় একজন কে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতার পক্রিয়া অব্যাহত রয়েছে।