সরাইলে শোক দিবসে দাঙ্গা নিয়ে ক্ষোভ , রাজাকারের উত্তরসূরীদের আ’লীগের কমিটিতে স্থান না দেওয়ার আহবান
মোহাম্মদ মাসুদ, সরাইল:সরাইলে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় দাঙ্গা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহাদাৎ হোসেন টিটো সহ কিছু বক্তা।
বৃহস্পতিবার (১৫ আগষ্ট) উপজেলা প্রশাসন ও স্থানীয় আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত নির্বাহী কর্মকর্তা এএসএম মোসার সভাপতিত্বে জাতির জনকের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী পালনের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩১২ সংরক্ষিত আসনের মহিলা এমপি উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলী আজাদ।
বক্তারা বলেন, গত এক সপ্তাহে সরাইল সদরের ৩ জায়গা সহ মোট ৫টি সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে দায়িত্ব পালন করতে গিয়ে ওসি সহ ৪ পুলিশ সদস্য আহতও হয়েছেন। দাঙ্গার ঘটনায় দেশে বিদেশে সরাইল পড়েছে সমালোচনায়। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা যখন শেখ হাসিনার নেতৃত্বে দূর্বার গতিতে এগিয়ে যাচ্ছে সরাইল তখন দাঙ্গায় ব্যস্ত। সকলে মিলে এ অবস্থার পরিবর্তন ঘটাতে হবে। সেই সাথে রাজাকারের উত্তরসূরীদের কেন্দ্র থেকে ওয়ার্ড পর্যন্ত আ’লীগের কোন কমিটিতে স্থান না দেওয়ার আহবান জানানো হয়।
মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালিদ জামিল খানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, সহকারি পুলিশ সুপার (সরাইল সার্কেল) মো. মগবুল হোসেন, ভাইস চেয়ারম্যান মো. আবু হানিফ, আ’লীগের আহবায়ক অ্যাডভোকেট নাজমুল হোসেন, সাবেক ডেপুটি কমান্ডার মো. আনোয়ার হোসেন, বাংলাদেশ আইন সমিতির সাবেক সভাপতি মো. কামরুজ্জামান আনসারী, অ্যাডভোকেট সৈয়দ তানবির হোসেন কাউছার, কৃষি কর্মকর্তা মো. জাহিরুল ইসলাম মজুমদার , সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব খান, আ’লীগ নেতা অ্যাডভোকেট জয়নাল উদ্দিন জয়, যুবলীগের সাবেক আহবায়ক মো. মাহফুজ আলী, স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. ইকবাল হোসেন ও মো. বাবুল মিয়া প্রমূখ।
পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এর আগে সকালে উপজেলার বিভিন্ন দফতর, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক সংগঠন ব্যানার ফেষ্টুন সহ শোক র্যালি বের করে। র্যালি শেষে এমপি উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউএনও এএসপি সহ সকলেই শহীদ মিনারে রক্ষিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেন।