Main Menu

সরাইলে শিশু মেলা উদ্বোধন

+100%-

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ “শিশু গড়বে নতুন দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” ও “ বঙ্গবন্ধুর সোনার বাংলায়, শিশু থাকবে সুরক্ষায়” এ শ্লোগানকে সামনে রেখে জেলা তথ্য অফিস সরাইলে ২দিন ব্যাপি শিশু মেলার উদ্ধোধন করেছেন। গত সনিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) শীর্ষক প্রকল্পের অধীনে অনুষ্ঠিত এ শিশু মেলা উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা। জেলা তথ্য অফিস সূত্র জানায়, এ মেলায় মোট ১০টি ষ্টল স্থান পেয়েছে। মাওলানা আমান উল্লাহর কোরআন তেলাওয়াত ও দুলাল চন্দ্র দাসের গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। জেলা তথ্য অফিসার (ভারপ্রাপ্ত) দীপক কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন- মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালিদ জামিল খান, সরাইল কলেজেরে অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, সরাইল প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ বদর উদ্দিন, সাধারন সম্পাদক মোহাম্মদ মাহবুব খান বাবুল, জাপা’র সদস্য সচিব মো. হুমায়ুন কবির প্রমূখ। এর আগে এমপি ও ইউএনও উম্মে ইসরাতের নেতৃত্বে সদর ইউনিয়নের কয়েকটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশ গ্রহনে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়। পরে ত্রিতাল সঙ্গীত নিকেতনের অধ্যক্ষ সঞ্জীব কুমার দেবনাথের নেতৃত্বে শিক্ষার্থীরা গান পরিবেশন করে।






Shares