সরাইলে যথাযোগ্য মর্যাদায় পবিত্র আশুরা পালিত
নিজস্ব প্রতিবেদক:: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যথাযোগ্য মর্যাদায় পবিত্র আশুরা পালিত হয়েছে।গত কাল শুক্রবার বিকাল ৫টায় কালিকচ্ছ ইউনিয়নের নন্দীপাড়া এলাকায় ।
১০ মহররম, পবিত্র আশুরা পালিত। মুসলিম উম্মাহর জন্য এক তাৎপর্যময় ও শোকাবহ দিন। হিজরি ৬১ সালের এই দিনে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হজরত ইমাম হোসাইন (রা.) ও তাঁর পরিবারের সদস্যরা ইয়াজিদের সৈন্যদের হাতে কারবালার ময়দানে শহীদ হন। এ ছাড়া এই দিনে হজরত মুসা (আ.) ফেরাউনের জুলুম থেকে পরিত্রাণ লাভ করেছিলেন তাঁর অনুসারীদের নিয়ে নীল নদ পার হয়ে। তাঁদের পশ্চাদ্ধাবনকারী ফেরাউন সদলবলে নীল নদে ডুবে যায়। এমন আরও অনেক তাৎপর্যময় ঘটনা ঘটেছিল এই দিনে। এ কথা বলেন অনুষ্টানের প্রধান অতিথি ব্রাহ্মণবাড়িয়ার-২ সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা ,বিশেষ অতিথি ছিলেন, ফজলুল হক মৃধা, সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলী আরশাদ, তৌহিদ মিয়া ও দুর্গাচরন দাস প্রমূখ।